পেশোয়ারের ইউসুফ খান যেভাবে হয়ে গেলেন বলিউডের দিলীপ কুমার
ছবির শুটিং দেখার আশায় সুযোগ পেলেই ছুটে যেতেন বোম্বে (বর্তমানে মুম্বাই)। একদিন সেই ছুটে যাওয়াই বদলে দিল তাঁর ভাগ্য। ভারতের প্রথম ‘পেশাদার ফিল্ম স্টুডিও’ বোম্বে টকিজের অফিসের করিডরে দেখা হয়ে গেল দেবিকা রানীর সঙ্গে। িসেদিন দেবিকা রানী ইউসুফ খানকে সিনেমায় অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।